ক) পাট অধ্যাদেশ ১৯৬২ এবঙ পাট (লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) বিধিমালা ১৯৬৪ প্রয়োগই অত্র দপ্তরের মূল কাজ।
খ) সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্রকার পাট ব্যবসায়ীদের পাটের লাইসেন্স প্রদান করা হয়।
গ) বিভিন্ন পাট কলসমূহের পাট ক্রয়, ব্যবহার ো মজুদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।
ঘ) হাট বাজার পরিদর্শনকালে পাটের আমদানীর পরিমাণ এবঙ বাজার দর সংগ্রহ করা হয়।
ঙ) ভিজা পাট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
চ) বিনা লাইসেন্সধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
ছ) (মার্চ-জুন) মৌসুমে পাট বুনানীর তথ্য সংগ্রহ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস